সুইডেন স্প্রিং সেমিস্টার

Started by kazi, Apr 03, 2023, 08:34 AM

Previous topic - Next topic

kazi



মনে রাখবেন কিছু বিষয় :

1. এই সেশনে স্কলারশিপ আবেদন করার কোনো ঝামেলাই নেই।  কারন এই সেশনে কোনো স্কলারশিপ দেয়া হয় না।  সুতরাং স্কলারশিপ পেতে চাইলে অন্য/ অটাম সেমিস্টারে আবেদন করতে হবে।  এই  স্প্রিং সেমিস্টারে "ইউনিভার্সিটি" এবং "এস আই" কোনো স্কলারশিপ থাকে না।

2. যদি ভেবে থাকেন কাজ করে টিউশন ফি ম্যানেজ করবেন, তবে তা কোনমতেই সম্ভব না, বিশ্বাস করুন- আসলেই সম্ভব না। কাজ করে  থাকা-খাওয়ার টাকা ম্যানেজ করতে পারবেন।


4. এই সেশনে  খুব কম বিষয়ে ভর্তি নেয়া হয়। মাত্র ১৫ টি বিষয়ে মাস্টার্স এ ভর্তির সুযোগ রয়েছে।  এর মধ্যে অনেকগুলি আবার ১ বছর মেয়াদি।   ফলে আপনার পছন্দের মত বিষয় খুঁজে নাও পেতে পারেন।  কিছু করার নেই।

5. "ধরো তক্তা মারো পেরেক",  খুব দ্রুততার সাথে সব কাজ করতে হবে।  যেমন কিছু তারিখ মনে রাখতে হবে।

i) আইনত আবেদন করার শেষ তারিখ ১৭ আগস্ট।  তবে আমার পরামর্শ  জুলাই এর শুরুতেই আবেদন শেষ করবেন।

ii) আইনত কাগজপত্র এবং এপ্লিকেশন ফি ৯০০ সুইডিশ ক্রোনোর  সুইডেনে পৌঁছার শেষ তারিখ ১ সেপ্টেম্বর।  তবে আমার পরামর্শ  আপনাকে জুলাই এর ১৫ তারিখের মধ্যেই  কাগজপত্র এবং এপ্লিকেশন ফি দিয়ে দিবেন।

iii)  এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।  ভর্তির রেজাল্ট দিবে ১০  অক্টোবর। এর রেজাল্ট হবার সাথে সাথে অক্টোবর মাসের মধ্যেই টিউশন ফি জমা দিয়ে ,,ভিসা আবেদন করতে হবে।  আইন এ এরকম কিছু লেখা নেই।  তবে বাস্তবে এটি বাধ্যতামূলক।  কারন দেরি করলেই ভিসা পাবেন না।  ভিসা প্রক্রিয়াতে মোটামুটি ৩ মাস লাগে।  ফলে অনেকে ভর্তি হতে পারলেও ভিসা আবেদন করতে দেরি করে ,,,এবং ভিসা পায় না।  তাই আগে থেকেই সাবধান।


6.  যে কোনো ইউনিভার্সিটি তে ভর্তি হতে  IELTS বাধ্যতামূলক এবং কমপক্ষে ৬.৫ স্কোর থাকতে হবে।

7. যারা সুইডেনে পি এইচ ডি করতে চান , এবং ভালো আর্থিক সামর্থ আছে।  তাদের জন্য সাবজেক্ট মিলে গেলে এই সেমিস্টারে আবেদন করা অনেক ভালো।


8. এই  স্প্রিংসেমিস্টারে ভর্তির সবচেয়ে বড় সুবিধা হল , এক বছরের প্রোগ্রামে ভর্তি হলে আপনি ১৩ মাসের ভিসা পাবেন।  আবার দুই বছরের প্রোগ্রামে ভর্তি হলেও আপনি ১৩ মাসের ভিসা পাবেন। অর্থাৎ আপনি সুইডিশ পার্সন নম্বর পাবেন, এক বছরের প্রোগ্রামে ভর্তি হয়েও।


ভর্তির সকল তথ্য  https://www.universityadmissions.se/intl/start
ভিসা এর সকল তথ্য https://www.migrationsverket.se/English/Startpage.html

Kazi Mesbah Ur Rahman
Head of Operations
Admission.ac