"ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেসিং এবং খরচ সংক্রান্ত বিস্তারিত তথ্য"

Started by kundu, Jan 18, 2025, 10:36 AM

Previous topic - Next topic

kundu

মাত্র ১ থেকে ১.৮০ লক্ষ টাকা করে খরচ করে, আপনি ইতালির স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন । ইতালির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগ পাবেন, এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে কোন টিউশন ফিস দিতে হয় না । পাশাপাশি প্রতিবছর সাড়ে ৮ লক্ষ টাকা স্কলারশিপের সুযোগ রয়েছে ।
ইতালিতে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে চান, তাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে |

যারা ব্যাচেলর ডিগ্রী এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের যে যে ডকুমেন্টসগুলো দরকার হবে:
১. পাসপোর্ট
২. অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট(SSC & HSC)
৩. IELTS সার্টিফিকেট, মিনিমাম 6.0 |
৪. TOLC (যদি কোন ইউনিভার্সিটিতে অথবা কোন সাবজেক্টে TOLC এক্সামের রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে ওরা আপনার কাছ থেকে এন্ট্রি টেস্ট নিতে পারে ।)
৫. এডুকেশনাল সিবি(Europass CV Recommended)

যারা মাস্টার্স ডিগ্রী এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের চেয়ে যে ডকুমেন্টগুলো দরকার হবে:
১. পাসপোর্ট
২. অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট(Bachelor)
যদি কারো কাছে অরজিনাল সার্টিফিকেট না থাকে, শুধু প্রভিশনাল সার্টিফিকেট থাকে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় কোন প্রবলেম হবে না । কিন্তু আপনার অরজিনাল ট্রান্সক্রিপ্ট অবশ্যই লাগবে ।(জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অরজিনাল ট্রান্সক্রিপ্ট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না ।)
৩. MOI/IELTS(যাদের MOI আছে, তাদের IELTS এর দরকার নাই)
৪. রিকমেন্ডেশন লেটার(দুইটি)
৫. মোটিভেশন লেটার ।(প্রতিটি সাবজেক্টের জন্য আপনাকে একটি করে মোটিভেশন লেটার দিতে হবে ।)
৬. এডুকেশনাল সিবি(Europass CV Recommended)

কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন (প্রথমে ইনবক্স করুন)।আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিং করে দিব ।

সম্পূর্ণ প্রসেসিং করতে যে ১ থেকে ১.৮০ লক্ষ টাকা খরচ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি:
১) বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করতে আপনার ০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি নাই অথবা অ্যাপ্লিকেশন ফি ফ্রি যদি আপনি ওরকম ইউনিভার্সিটি তে এপ্লাই করেন তাহলে আপনার কোন ফিস লাগবে না। কিন্তু ওরকম ইউনিভার্সিটি সংখ্যা খুব কম। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি ১০ থেকে ৩০ ইউরো।ওরকম যদি আপনি ৩টি ইউনিভার্সিটিতে এপ্লিকেশন করেন তাহলে আপনার ৫০থেকে ৬০ ইউরোর মত খরচ হতে পারে, আবার আরো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এপ্লিকেশন ফি ৫০ ইউরো বা তারও বেশি। যদি আপনি তিনটি ইউনিভার্সিটিতে এপ্লাই করেন তাহলে আপনার খরচ ১০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।
২) তারপর আপনি যখন এডমিশন লেটার/ অফার লেটার রিসিভ করবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এনরোলমেন্ট ফি দিতে হতে পারে। ফিস ১৫০-২৫০ ইউরো পর্যন্ত হতে পারে,কিন্তু মনে রাখবেন এই ফিসটি প্রতিটি ইউনিভার্সিটিতে দেওয়া লাগেনা।
৩)প্রতিটি স্টুডেন্টকে CIMEA অথবা DOV করতে হয়, তবে বেশিরভাগ স্টুডেন্ট CIMEA করে থাকে, কারণ এই প্রসেস ইজি।CIMEA করতে আপনার ৩০০ ইউরো খরচ হবে।
৪) ১বছরের ট্রাভেল ইন্স্যুরেন্স প্রতিটি স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি।ইন্সুরেন্সটা যদি আপনি ইতালি থেকে কিনেন তাহলে ১৩৫ ইউরো খরচ হবে, যদি বাংলাদেশ থেকে কিনেন তাহলে ২৫/৩০ হাজার টাকা খরচ হবে।
৫) একোমোডেশন ১টি ইম্পোরটেন্ট ফ্যাক্টর ভিসা পাওয়ার জন্য।প্রতিটি স্টুডেন্টকে ১বছরের জন্য একোমোডেশন দেখাতে হবে। এখানে আপনার ২০-৫০ হাজার+ টাকা খরচ হতে পারে। কিন্তু অনেক স্টুডেন্ট হোটেল বুকিং দিয়েও ভিসা পায়।হোটেল বুকিং দিলে আপনার কোনো খরচ নাই। For Example: এই বছর আমার ৭জন স্টুডেন্ট এর ভিসা হয়েছে যার মধ্যে ৩জন হোটেল বুকিং দিয়ে ভিসা পেয়েছে। কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করি সবাই যাতে ১বছরের একোমোডেশন দেখায়।
৬) সর্বশেষ VFS & VISA FEES দিতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

পরিশেষে আমি বলতে পারি, সর্বনিম্ম ১লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।